প্রকাশিত: Mon, Dec 19, 2022 4:13 PM আপডেট: Fri, May 9, 2025 5:38 PM
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার: দূতাবাস
কূটনৈতিক প্রতিবেদক: মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার। এ কারণে মার্কিন দূতাবাস মানবাধিকার লঙ্ঘন বিষয়ক অভিযোগ গুরুত্বের সঙ্গে নেয় এবং নিয়মিত মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে থাকে। ‘মায়ের কান্না’ নামক সংগঠন, সেদিন যারা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল, গত কয়েক বছরে তাদের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি দূতাবাসের সঙ্গে।
রাষ্ট্রদূত পিটার হাসের গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগের একটি বাসায় যাওয়া ও সেখান থেকে দ্রুত চলে আসার বিষয়টি স্পষ্ট করতেই মার্কিন দূতাবাস এ ব্যাখ্যা দেয়।
এতে বলা হয়, ‘মায়ের ডাক’ সংগঠনের সঙ্গে ১৪ ডিসেম্বরের বৈঠক আগে থেকে ঠিক করা ছিলো। নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি আগে শেষ করা হয়েছে। রাষ্ট্রদূত যে বিল্ডিংয়ে অবস্থান করছিলেন, কিছু বিক্ষোভকারী সেখানে প্রবেশের চেষ্টা করার কারণে বৈঠকটিতে বিঘ্ন ঘটে। অন্যরা রাষ্ট্রদূতের গাড়ি ঘেরাও করে রেখেছিল। আমরা বিষয়টি সরকারের সর্বোচ্চ স্তরে জানিয়েছি। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসেও বিষয়টি জানানো হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
